Home Literature “হে সৌমিত্র”

“হে সৌমিত্র”

227
0

অমল কুমার ব্যানার্জী

সেদিনও আবৃত্তি করে মাতিয়ে রেখেছিলে,
নানান চরিত্র মাঝে কতো সাবলীল,
আমি এক দর্শক শ্রোতা, বহুরূপে দেখেছি তোমাকে।

কটা দিন বড়ই কঠিন ছিল, শ্রোতা দর্শক ক্যামেরা ম্যান, প্রযোজক প্রডুসার সবাই ত্রস্ত।
সবাই অপেক্ষা করে গ্রিনরুমে, কাট কাট, এই বুঝি
বেড থেকে হাসি মুখে উঠে এসে সকলের কাছে –
সর্টটা কেমন হলো দেখি ?

সব দেখেশুনে তবু মন চেয়েছিল ফিরে এস,
কাটসর্ট করে দিয়ে চলে গেল ফেলুদা আমার,
নির্বাক ক্যামেরা ম্যান প্রযোজক প্রডুসার।

সবাইকে হার মানিয়ে তুমি তারাদের দেশে,
থেকো সুখে, দেখো আমাদের,
তুমি ছিলে তুমি আছো রবে চিরকাল।

হে বঙ্গ সন্তান, ধন্য আজ বঙ্গ জননী,
বিশ্ব মাঝে তব যশ ধন্য, ধন্য জন্মভূমি।
সাষ্টাঙ্গে প্রণমি তোমায়, লহ মোর পুস্পাঞ্জলি,
হে সৌমিত্র, তোমার অবদান কখনও না ভুলি।

Previous articleহেডফোনটা
Next articleচমকে চলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here