শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া
সন্ধ্যা মেঘের তারা বুকে
নিঝুম কালো দারুন চোখ।
মরু ঝড়ে থমকে যায় কি
মন পিয়াসী স্বর্গলোক??
হাসির ঝিলিক শিশির ঝড়ে
পান্থ নিবাস শিউলি ফুলে।
উদাস মনে চমকে চাওয়া
সুখ হারানো প্রাপ্তি ভুলে।।
এক পলক্ সেই সবজি বাজার,
দাঁড়িয়ে হাঁকে ঠায় দুপুরে।
ছন্দ যখন থমকে আমার
তুমি হাঁটো করুন সুরে।।
একতারা টা ফিকে কেমন
একটা আঙ্গুল ছুঁলেই বাজে।
মনের মাঝে মন ডুবে রয়
পুড়ছে ওমন সকাল সাঁঝে।।
ভাঙ্গুক পাহাড় ফুলের বনে
উড়ুক প্রজাপতি।
মৌবনে মৌতাত আজ,বলো
এর কি আছে গতি??