নয়াদিল্লি: প্রায় ১৫ হাজার তীর্থযাত্রীকে অমরনাথের পবিত্র গুহা মন্দির থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট একটি আকস্মিক বন্যা বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছে বলে প্রশানিক সূত্রের খবর।