নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গতকাল বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত হন পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়। সংঘর্ষে তাঁর হাত ভেঙে যায়। তিনি এখন বুধবার তাঁকে হাসপাতালে দেখতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে নবান্ন অভিযান নিয়ে একাধিক অভিযোগ করেন। বিজেপির উদ্দেশ্যে বলেন, “আন্দোলনের নামে গুন্ডামি, ভণ্ডামি, দাদাগিরি এবং গায়ের জোরে দুর্বৃত্তদের, দুষ্কর্মকারীদের কাজে লাগিয়ে পুলিশকে মারধর করা হয়েছে। পুলিশের গাড়িতে ধরানো হয়েছে আগুন। নির্মম ভাবে লাঠি দিয়ে মারা হয়েছে। এমনকি লোহার রড দিয়ে মারা হয়েছে।” তিনি এসিপির হাত ভাঙার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘আমার সামনে হলে মাথায় শ্যুট করতাম’। বুধবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, এটাই নব্য তৃণমূল। বাংলার তথাকথিত যুবরাজের নেতৃত্বে নতুন তৃণমূল ক্ষমতায় এলে পুলিশ মানুশের মাথায় গুলি করবে। এই প্রসঙ্গের উদাহরণ টেনে সুকান্তবাবু বলেন, গত ৯ জুন, ২০২২-এ যখন অংকুরহাটিতে হিংসার ঘটনা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন?