Home District বাড়ছে এসি বিক্রি

বাড়ছে এসি বিক্রি

152
0

বহরমপুর: ‘যত দিন যাচ্ছে গরম আরও বাড়ছে। এসি ছাড়া এখন কিছুতেই থাকা সম্ভব নয়।’ বহরমপুরের লালদীঘির ধারে একটি ইলেকট্রনিক্স দোকানে ঢুকতে ঢুকতে বলছিলেন বছর ষাটের এক বৃদ্ধ। দোকানে ঢুকেই দেড় টনের এসির খোঁজ করছিলেন তিনি। একই ছবি শহরের সর্বত্র। এসি কেনার হিড়িক এতই বেশি যে, কোথাও কোথাও চাহিদা মতো এসি মিলছে না। গরমে অতিষ্ঠ মানুষ এসি না পেয়ে কুলার কিংবা হাইস্পিড ফ্যান কিনেই বাড়ি ফিরছেন। বহরমপুর, লালবাগ, জঙ্গিপুর, ডোমকল, কান্দি সব মহকুমায় ছবিটা কার্যত একই। এদিকে এসি কিনেই বাড়িতে লাগিয়ে তা ব্যবহার শুরু করে দিচ্ছেন বহু মানুষ। বিদ্যুৎ দপ্তরের অনুমোদন বা লাইনে বাড়তি লোড ছাড়াই প্রচুর সংখ্যক এসি চলছে। এতে বেশ কিছু এলাকায় লোডশেডিং দেখা দিচ্ছে।  তাই ক্ষোভ বাড়ছে জেলার মানুষের।

Previous articleশুকিয়ে যাচ্ছে গাঁদা
Next articleভাগীরথী ব্র্যান্ডের নামে মধু উৎপাদন শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here