কাঁচরাপাড়া, ২৪ শে ফেব্রুয়ারী: বিশুদ্ধ অক্সিজেন ছাড়া আমরা যে বাঁচতে পারব না, তা করোনা ভাইরাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর অক্সিজেন পাওয়া যায় গাছ থেকে। তাই গাছ আমাদের পরম বন্ধু। গাছ না থাকলে আমরা কেউ বাঁচতে পারব না। কিন্তু মানুষ সে সব জানা সত্ত্বেও প্রতিনিয়ত বৃক্ষ ছেদন করে চলেছে। বাতাসে প্রতিনিয়ত কার্বন-ডাই-অক্সাইড-এর পরিমাণ বাড়ছে। যার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। প্রতি বছর নানা ঘূর্ণি-ঝড় ও প্রতিকূলতার সম্মুখীনতার প্রভাবে – এর ফলাফল কতটা ভয়ানক হতে পারে, তা মানুষ ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে।