ধলাইতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

    121
    0

    ধলাই, ২৯ জানুয়ারি: আসাম সরকারের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী তথা ধলাই সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। তিনি আজ একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন। এটি ধলাই বিধানসভা সমষ্টির ক্লেভারহাউস গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ২৮ নং নতুনবাজার গান্ধী এল.পি স্কুল। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে স্থানীয় জেলা পরিষদ সহ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে শিশুর দৈহিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শিশুর শৈশব কালের শুরুতে চরিত্র গঠনের সাথে সাথে শিশুর শিক্ষার বিকাশের আলো দেখিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে গ্রামের প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এক সবল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সহ অবিভাবকরা। তিনি কেন্দ্রের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সহ অবিভাবকদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতি বিশেষ নজর রাখতে বলেন। সেই সঙ্গে শিক্ষার মানদণ্ড সঠিকভাবে প্রচার এবং প্রসারের প্রতি লক্ষ্য রাখতে বলেন। এদিন তিনি ধলাই সমষ্টির বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক বিসি নাথ, কাছাড় জেলা পরিষদের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, সিডিপিও প্রমুখ।

    এদিনের অনুষ্ঠানের শেষে মন্ত্রী কাছাড় জেলা বিজেপির আয়োজিত জেলা মোর্চা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরে আত্মনির্ভর আসাম নিয়ে কার্যকর্তার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

    Previous articleবিশ্ব ইতিহাসে ২৯ জানুয়ারি
    Next articleরানাঘাট কোর্ট মোড়ে প্লাস্টিক গুদামে আগুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here