Home National কলকাতা থেকে অমিত শাহকে প্রাণনাশের হুমকি

কলকাতা থেকে অমিত শাহকে প্রাণনাশের হুমকি

181
0

কলকাতা: ২০০ কোটি টাকা দিতে হবে, না-হলে খুনই করা হবে তাঁকে। এমনই এক হুমকি চিঠি গিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে! তিনি বিজেপির অন্যতম শীর্ষনেতাও। স্বভাবতই শোরগোল পড়ে যায় রাজধানীর নর্থ ব্লকে। দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিশেষ সূত্রে এই চাঞ্চল্যকর খবর জানা গিয়েছে। কম্পিউটারে টাইপ করা চিঠিটা ঝরঝরে ইংরেজিতে লেখা। গত ডিসেম্বরে কলকাতার লিন্টন স্ট্রিট ডাকঘর থেকে স্পিড পোস্টে দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকে সেটি পাঠানো হয়। অমিত শাহের উদ্দেশে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘২০০ কোটি টাকা দিন। টাকা না পেলে আপনাকে খুন করা হবে। প্রস্তুত থাকুন।’ 
চিঠির বিষয়টি অবশ্য রাজ্য সরকারকে সরকারিভাবে জানানো হয়নি। তবে এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কলকাতার বেনিয়াপুকুর এলাকার এক সংখ্যালঘু ব্যক্তি এবং বিশপ পরিচয়ের অন্য একজনের নাম করে এই হুমকি দেওয়া হয়েছে। তদন্তে নেমে গোয়েন্দা দল এই দু’জনের সঙ্গেই কথা বলেছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা নিশ্চিত যে, হুমকিটার নেপথ্যে এই বিশপ বা ওই অন্য সংখ্যালঘু ব্যক্তির কোনও যোগ নেই।

Previous articleমাসের শেষে খসড়া ভোটার তালিকা
Next articleচাকরি প্রাপকদের নামে ফৌজদারি মামলা নয় কেন? প্রশ্ন সিবিআইকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here