‘ভগবত গীতা কোনও ধর্মীয় গ্রন্থ নয়’, কর্ণাটকের শিক্ষা মন্ত্রীর মন্তব্যে টুইট সাংসদ মহুয়া মৈত্রের

    253
    0

    নয়াদিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার ভাগবত গীতা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেলেন। তিনি বলেন, কর্ণাটকে এক সিনিয়র মন্ত্রী বলেছেন যে, ভগবদ গীতা কুরআনের মতো ধর্মীয় গ্রন্থ নয়।
    TMC সাংসদ টুইটারে ঘোষণা করেছেন যে তিনি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভগবদ গীতার একটি অনুলিপি নিয়ে যাবেন। যখন টেলিকম বিভাগের কর্মকর্তাদের পরের বার এটির সামনে উপস্থিত হতে বলা হবে। কৃষ্ণনগরের সাংসদও তার সর্বশেষ টুইটে পবিত্র বইটিকে “স্পষ্টভাবে প্রয়োজনীয় পড়ার উপাদান” হিসাবে অভিহিত করেছেন।
    মজার বিষয় হল, মহুয়া মৈত্র প্রবীণ কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম, ডিএমকে সাংসদ ডাঃ থামিজাচি থাঙ্গাপান্ডিয়ান ও কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুরকেও টুইটারে ট্যাগ করেছেন। যিনি তাকে ঘিরে দেবী কালী মন্তব্যের বিতর্কের সময় তাকে সমর্থন করেছিলেন।
    মৈত্রর সর্বশেষ টুইট, কর্ণাটক সরকার ডিসেম্বর থেকে স্কুল ও কলেজগুলিতে ভগবত গীতার শিক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা বলে, যা বিতর্কের সূত্রপাত করেছে।

    Previous articleপিতৃপক্ষে দুর্গা পূজার উদ্বোধন মমতার, সমালোচনা শুভেন্দুর
    Next articleউত্তরপ্রদেশের এক যুবককে ১৫ দিনে আটবার একটি সাপের আক্রমণ, মানুষের মনে আতঙ্ক

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here