দক্ষিণ ২৪ পরগনা: প্রাথমিকে ১৫০৬ জনের প্যানেল প্রকাশিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় শিক্ষক নিয়োগে। কিন্তু নথি অসম্পূর্ণ রয়েছে ৪২৮ জনের । তাই নিয়োগপত্র পেতে ওই প্রার্থীদের সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে। জেলা সংসদ এই নথিগুলি জমা দেওয়ার জন্য সময় দিয়েছে তিনদিন । এঁদের যেসব নথি জমা পড়বে তার সবটা শিক্ষাদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। একথা বলেন সভাপতি অজিত নায়েক। তিনি বলেন, সেখান থেকে অনুমোদিত হতে হবে। তারপরই নিয়োগপত্র দেওয়া যাবে এই প্রার্থীদের।





