Home District দক্ষিণ ২৪ পরগনায় ৪২৮ জন চাকরিপ্রার্থীর নথি অসম্পূর্ণ

দক্ষিণ ২৪ পরগনায় ৪২৮ জন চাকরিপ্রার্থীর নথি অসম্পূর্ণ

194
0

দক্ষিণ ২৪ পরগনা: প্রাথমিকে ১৫০৬ জনের প্যানেল প্রকাশিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় শিক্ষক নিয়োগে। কিন্তু নথি অসম্পূর্ণ রয়েছে ৪২৮ জনের । তাই নিয়োগপত্র পেতে ওই প্রার্থীদের সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে। জেলা সংসদ এই নথিগুলি জমা দেওয়ার জন্য সময় দিয়েছে তিনদিন । এঁদের যেসব নথি জমা পড়বে তার সবটা শিক্ষাদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। একথা বলেন সভাপতি অজিত নায়েক। তিনি বলেন, সেখান থেকে অনুমোদিত হতে হবে। তারপরই নিয়োগপত্র দেওয়া যাবে এই প্রার্থীদের।

Previous articleবিশ্ব ইতিহাসে ১৮ নভেম্বর
Next articleরাজীব হত্যাকারীদের মুক্তির নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কেন্দ্র সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here