কলকাতা: যারা উত্তরপত্রে কারচুপি করে চাকরি পেয়েছেন তাঁদের বিরুদ্ধে কেন ফৌজদারি ধারায় মামলা রুজু হবে না? দোষী প্রমাণিত হলে কেন তাঁরা জেলে যাবেন না? বুধবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় এমন প্রশ্নই তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
বিচারপতির সাফ বক্তব্য, ওএমআর শিট কারচুপিতে অভিযুক্ত ১,৬৯৮ জন চাকরিপ্রাপক নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে জেলে যাবেন। এদিন নির্দেশে সিবিআইকে তদন্তে গতি আনতে বলা হয়েছে আরও একবার। ওইসঙ্গে অভিযুক্ত ১,৬৯৮ জনকে মামলায় পক্ষ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এদিন মামলা চলাকালে সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বসু বলেন, ‘এই ১,৬৯৮ জনের বক্তব্য শুনতে অবিলম্বে তাঁদের নোটিস জারি করা প্রয়োজন। তদন্তে সহযোগিতা করতে হবে এঁদের সকলকেই।’
এই প্রসঙ্গে সিবিআই জানায়, কয়েকজন সহযোগিতা করলেও সকলে সাহায্য করছেন না। কিন্তু যাঁরা সহযোগিতা করছেন না তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।