দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট কবে হবে, তা নিয়ে সব মহলে জোর চর্চা চলছে। এসবের মধ্যেই ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ স্থির করল রাজ্য নির্বাচন কমিশন। ফলে একপ্রকার ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কমিশন সূত্রে খবর, ২১ ফেব্রুয়ারি খসড়া ও ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জেলাশাসকরা বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ করবেন। ৫ জানুয়ারি নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করেছিল। সে তালিকাই এই পঞ্চায়েত ভোটে ব্যবহৃত হবে। ইতিমধ্যে কমিশনের কাছে খসড়া তালিকা জমা দিয়েছে জেলাগুলি।
সূত্রের খবর, ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের পরবর্তী কাজ শুরু হয়ে যাবে। কোন জেলায় কত সংখ্যক ব্যালট বক্স লাগবে, ভোটকর্মীর সংখ্যা নির্ধারণ ইত্যাদি বিষয় ঠিক হবে। পাশাপাশি ভোটের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির সম্ভাবনাও তৈরি হয়ে যাবে।