নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআই এর কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার ও লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এমনই নির্দেশ দিয়েছেন সিবিআই এর আইনজীবীকে। জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তার অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হলে সিবিআই এর আইনজীবী বলেন, তদন্তে বেশ কিছু তথ্য এসেছে সিবিআই এর হাতে। সেগুলি খুব শীঘ্রই আদালতে জমা দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের পর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে এমনই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।