মালদহ: মালদহের এক নাবালিকাকে খুনের দায়ে বুধবার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার কালিয়াচক থানার আকন্দবেড়িয়া অঞ্চলের উজিরপুর গ্রামে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপর পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে তদন্ত করে সন্দেহ জনক ৩ ব্যক্তিকে আটক করে। তাদের জেরার মুখে একজন ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নেয়। একথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।







