আইজল: মঙ্গলবার অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমারের যুদ্ধবিমান। ঘটনাস্থল মিজোরামের লেঙ্গপুই বিমানবন্দর। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আট জন। বিমানটিতে পাইলট সহ মোট ১৪ জন ছিলেন।
জানা গিয়েছে, মঙ্গলবার ১১টা নাগাদ পর্বতসঙ্কুল লেঙ্গপুই বিমানবন্দরে নামার সময় যুদ্ধবিমানটির চাকা পিছলে যায়। ফলে রানওয়ে ছেড়ে বিমানটি পাশের নীচু জমিতে মুখ থুবড়ে পড়ে। দুর্ঘটনায় বিমানের মাঝের অংশটি ভেঙে যায়। খবর পেতেই সেখানে যায় উদ্ধারকারী দল। আহতদের নিয়ে যাওয়া হয় লেঙ্গপুই হাসপাতালে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১হাজার ২২৮ মিটার উচ্চতায় অবস্থিত এই বিমানবন্দরটিতে বিমান ওঠানামায় পদে পদে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় পাইলটদের। অসম রাইফেলস সূত্রে জানা গিয়েছে, এদেশ থেকে মায়ানমারের সেনাকর্মীদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল বিমানটি।