কোচবিহারে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম শিশু

    143
    0

    মাথাভাঙ্গা: বছরের প্রথম দিনেই মাথাভাঙ্গায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কেদারহাটে একটি কালর্ভাটের নীচে রাখা বোমা ফেটে আহত হল ৯ বছরের একটি শিশু সুজয় বর্মন।

    জানা গিয়েছে, আগে থেকেই কালর্ভাটের নীচে রাখা ছিল বোমা। বাচ্চারা খেলতে খেলতে সেখানে গেলে সুজয় বোমাটিকে বল ভেবে ছুঁড়তে গিয়ে ভয়ংকর শব্দে বিস্ফোরণ ঘটে। ফলে মারাত্মকভাবে আহত হয় সুজয়। তাকে প্রথমে মাথাভাঙা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির পরিবারের লোকজন শিশুটিকে শিলিগুড়ি নিয়ে যেতে চায়।

    তবে কে বা কারা ওখানে বোমা রেখেছিল তা এখনও জানা যাইনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

    Previous articleক্লান্তি এলে বাড়ি যান, কর্মীদের হুঁশিয়ারি রেলমন্ত্রীর
    Next articleকাছাড়ে অরুণোদয় থেকে বঞ্চিত অনেকে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here