Home Health শ্রবণশক্তি ভালো রাখতে চকোলেট

শ্রবণশক্তি ভালো রাখতে চকোলেট

97
0

বয়সের সঙ্গে সঙ্গে শ্রবণশক্তি কমে আসা একটা স্বাভাবিক ঘটনা। তবে ইদানীং নানা কারণে কম বয়সেই অনেকের শ্রবণ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে, তাই অকালে হিয়ারিং এড-এর ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। তাই মধ্য বয়সে কানে এই যন্ত্র গুঁজতে না চাইলে চকোলেট খেতে থাকুন। অবাক হচ্ছেন? সম্প্রতি দক্ষিণ-কোরিয়ার সিওলের একদল চিকিৎসক বিজ্ঞানী এমনটাই দাবি করেছেন।

তাঁরা ৪০ থেকে ৬৪ বছর বয়সি সাড়ে তিন হাজারেরও বেশি নারী এবং পুরুষকে নিয়ে দীর্ঘ গবেষণার পর দেখেছেন, যাঁরা চকোলেট খান তাঁদের শ্রবণশক্তি বাকিদের তুলনায় প্রখর। চকোলেটে থাকা মূল উপাদান কোকোতে রয়েছে পলিফেনলস নামের এক বিশেষ রাসায়নিক। পলিফেনলস-এ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটারি যা শ্রবণশক্তি দীর্ঘদিন ঠিক রাখতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হার্টের অসুখ বা উচ্চ কোলেস্টেরল-এর সমস্যায় আক্রান্তরা ডাক্তারের মতামত নিয়েই চকোলেট খাবেন।

Previous articleদক্ষিণ দমদম পৌরসভার ৭৭তম স্বাধীনতা দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Next articleদীর্ঘক্ষণ এসিতে থাকলে কী সমস্যা হতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here