কলকাতা, ১৫ আগস্ট: গত ১৪ আগস্ট সাতগাছির বটতলা দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কস্তুরী চৌধুরী ও রাজীব চৌধুরীর উদ্যোগে স্বাধীনতার 76 বছর উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন, মন্ত্রী সুজিত বোস, রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি ও বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জি বাংলা সারেগামাপা খ্যাত অরিত্র, মীর ও নাচে রিকি অদিতি ও তার সম্প্রদায়। জি বাংলা সারেগামাপা খ্যাত অরিত্রর গান ও ডান্স বাংলা ডান্স-এর রিকি ও অদিতির নৃত্য অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। মীরের একক সঙ্গীত অনুষ্ঠানটি এলাকায় যথেষ্ট সাড়া ফেলে। রাত ১২ টায় অনুষ্ঠানের শেষে ৭৭তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন রাজারহাট গোপালপুর-এর বিধায়ক অদিতি মুন্সি। এছাড়াও রাজীব চৌধুরীর উদ্যোগে সকল এলাকাবাসীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উদযাপন করেন।