Home National ঈদের ছুটি না পেয়ে অরুণাচলে পলাতক আসামের ১৩ শ্রমিক, উদ্ধার ৭, মৃত...

ঈদের ছুটি না পেয়ে অরুণাচলে পলাতক আসামের ১৩ শ্রমিক, উদ্ধার ৭, মৃত ১

264
0

ইটানগর: ঘটনাটি প্রায় তিন সপ্তাহ আগের। ঠিকাদারের কাছে ঈদের ছুটি চেয়ে না পেয়ে অরুণাচলের চীন সীমান্ত থেকে পালিয়েছিল আসামের ১৩ জন শ্রমিক। তিনটি দলে ভাগ হয়ে কর্মস্থল থেকে পালায় তারা। কিন্তু, পথ চিনতে না পেরে ভুল পথে চলে যায়। পথেই মৃত্যু হয় একজনের। আকাশপথে দীর্ঘ তল্লাশি চালিয়ে অবশেষে শনিবার দমন এলাকা থেকে ৭ জন শ্রমিককে উদ্ধার করল বায়ুসেনা বিভাগ। বাকি ৫ জনের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে প্রশাসন।
জানা গিয়েছে, অরুণাচলের কুরুমকুম জেলায় সড়ক নির্মাণের কাজে গিয়েছিল তারা। কিন্তু ঠিকাদার ঈদের ছুটি না দেওয়ায় গত ৫ জুলাই পালিয়ে যায় তারা।

Previous articleশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে পার্থকে গ্রেপ্তার, সঙ্কটে মমতার সরকার
Next articleদিল্লির রেল আবাসে মহিলাকে গণধর্ষণ করল রেলকর্মীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here