দুই দিনের মিশর সফরে কায়রোতে মোদি

    116
    0

    কায়রো: আমেরিকা সফর শেষ।  শনিবার দু’দিনের মিশর সফরে কায়রো পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মিশর এলেন। এদিন কায়রো বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি। চলতি বছরের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি। সেই সময়ই তিনি মোদিকে মিশর সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। 

    দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদি ‘হেলিপলিস ওয়ার মেমোরিয়ালে’ যাবেন। প্রথম বিশ্বযুদ্ধে মিশরের হয়ে লড়াই করে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়াও মোদি যাবেন আল-হাকিম মসজিদে। কায়রোয় দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে এই মসজিদটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান বলে বিবেচিত। ভারতে বসবাসকারী দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষের প্রতি বার্তা দিতেই তাঁর আল-হাকিম মসজিদ দর্শন বলে মনে করা হচ্ছে। শনিবার সফরের প্রথম দিনেই একঝাঁক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রবিবার সফরের দ্বিতীয় তথা শেষদিনে তিনি বৈঠক করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে। উল্লেখ্য, জি-২০ গোষ্ঠীর যে বৈঠকটি কাশ্মীরে অনুষ্ঠিত হয়, তাতে চীন, পাকিস্তান, তুরস্কের সঙ্গে মিশরও গরহাজির ছিল। সেই আবহেই মোদির এই মিশর সফর খুবই তাৎপর্যপূর্ণ।

    Previous articleপাচার হওয়া শতাধিক সামগ্রী ফেরাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জানালেন প্রধানমন্ত্রী
    Next article রাশিয়ায় বিদ্রোহ ভাড়াটে ওয়াগনার বাহিনীর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here