Home State জরুরি প্রয়োজন ছাড়া তৎকালপাসপোর্টের জন্য আবেদন না করার পরামর্শ

জরুরি প্রয়োজন ছাড়া তৎকালপাসপোর্টের জন্য আবেদন না করার পরামর্শ

77
0

কলকাতা: খুব জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টের জন্য ‘তৎকাল’-এ আবেদন না করার পরমার্শ দিলেন কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কমিশনার আশিস মিদ্দা। তাঁর কথায়, মাঝেমাঝে এখানে এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে, যেখানে সাধারণ পাসপোর্ট আবেদনকারীদের ইন্টারভিউয়ে ডাকতে যে সময় লাগছে, তৎকাল আবেদনকারীদের ক্ষেত্রে সেই তুলনায় আরও বেশি সময় লেগে যাচ্ছে। 

Previous articleআজ সোনা রূপার বাজার দর
Next articleসিভিক ভলান্টিয়ারের ভুয়োনিয়োগপত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here