পাটনা: জমি বিবাদে চলল গুলি। বিহারের একটি গ্রামে ছররা গুলিতে জখম পাঁচ মহিলা। শনিবার পশ্চিম চম্পারনের একটি গ্রামের ঘটনা। পুলিস জানিয়েছে, এক টুকরো জমির দখল ঘিরে রক্তাক্ত হয় নাকাটি পাটেরওয়া গ্রামে। গ্রামেরই কয়েকজন বাসিন্দা ওই মহিলাদের লক্ষ্য করে গুলি চালায়। জখম মহিলারা বেত্তিয়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেত্তিয়া (সদর) মহকুমা পুলিশ আধিকারিক পরিমল পান্ডে । বাকিদের ধরতে চলছে তল্লাশি।





