Home National জমি বিবাদে বিহারে গুলিতে জখম ৫ মহিলা

জমি বিবাদে বিহারে গুলিতে জখম ৫ মহিলা

194
0

পাটনা: জমি বিবাদে চলল গুলি। বিহারের একটি গ্রামে ছররা গুলিতে জখম পাঁচ মহিলা। শনিবার পশ্চিম চম্পারনের একটি গ্রামের ঘটনা। পুলিস জানিয়েছে, এক টুকরো জমির দখল ঘিরে রক্তাক্ত হয় নাকাটি পাটেরওয়া গ্রামে। গ্রামেরই কয়েকজন বাসিন্দা ওই মহিলাদের লক্ষ্য করে গুলি চালায়। জখম মহিলারা বেত্তিয়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেত্তিয়া (সদর) মহকুমা পুলিশ আধিকারিক পরিমল পান্ডে । বাকিদের ধরতে চলছে তল্লাশি।

Previous articleবড়দিনে শহরে বাইক বাহিনীর দাপট, গ্রেপ্তার ৩১৪
Next articleবিশ্ব ইতিহাসে ২৬ ডিসেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here