Home State সিভিক ভলান্টিয়ারের ভুয়োনিয়োগপত্র

সিভিক ভলান্টিয়ারের ভুয়োনিয়োগপত্র

92
0

বিষ্ণুপুর: সিভিক ভলান্টিয়ারের ভুয়ো নিয়োগপত্র দিয়ে টাকা হাতানোর চেষ্টা। অভিযোগ পেয়ে এব্যাপারে শনিবার জয়পুরের শালতোড়া গ্রাম থেকে পুলিশ সুকুর আলি মণ্ডল এক কাঠের ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি শালতোড়া গ্রামেই। তার বিরুদ্ধে জয়পুরের হেতিয়া এলাকার এক যুবককে সিভিক ভলান্টিয়ারের চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়ে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি এক যুবককে তিন লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলান্টিয়ারের চাকরির প্রতিশ্রুতি দেয়। টাকা হাতানোর জন্য ভুয়ো নিয়োগপত্রও দেয়। কিন্তু টাকা দেওয়ার আগে ওই চাকরিপ্রার্থী সেটা যাচাই করতে গিয়েই ভুয়ো বলে জানতে পারেন। এরপর তিনি জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সুকুর আলিকে গ্রেপ্তার করা হয়। 
পুলিশ জানিয়েছে, ধৃতকে ৬ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জেরা করে একইভাবে অন্য কাউকে প্রতারিত করেছে কি না, তা জানার চেষ্টা করা হবে।  

Previous articleজরুরি প্রয়োজন ছাড়া তৎকালপাসপোর্টের জন্য আবেদন না করার পরামর্শ
Next articleরাজতন্ত্রের অবসান চেয়ে ব্রিটেনে বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here