Mark Zuckerberg, সংবাদ কলকাতা: তৃতীয় সন্তান জন্মানোর আগেই ভ্রূণ নির্ধারণ। সোশ্যাল মিডিয়ায় সমালোচোনার ঝড় বয়ে যাচ্ছে মার্ক জুকেরবার্গকে (Mark Zuckerberg) নিয়ে। জানা গিয়েছে, তিনি অতি সম্প্রতি ফেবুকের(Facebook) প্রতিষ্ঠাতা ইনস্টাগ্রামে(Instagram) পোস্ট করেছেন তিনি ও তাঁর স্ত্রী Priscilla Chan তৃতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন। সেজন্য তাঁর স্ত্রীর(Priscilla Chan) সঙ্গে একটি যৌথ ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘অনেক ভালবাসা এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও অগস্ট আগামী বছর তাদের ছোট্ট বোনকে পেতে চলেছে।’ আর এই খবর চাউর হতেই অনেকে যেমন শুভ কামনা জানিয়েছেন। তবে ভবিষ্যৎ সন্তানের সুস্থতার পাশাপাশি অনেকে সমালোচনাও করেছেন। অনেকে প্রশ্ন করেছেন, যে সন্তান ভূমিষ্ট হয়নি, সেটা যে মেয়েই হবে এটা আগে থেকে জুকেরবার্গ জানলেন কিভাবে? নিশ্চয় তিনি ভ্রুণ পরীক্ষা করিয়েছেন। এই নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা।