বেঙ্গালুরু: চলতি বছরেই বিধানসভা ভোট কর্ণাটকে। তার আগেই টিপু সুলতানকে নিয়ে চেনা বিতর্ক ফিরিয়ে এনেছে বিজেপি। কোথাও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারাইমাইয়াকে ‘শেষ’ করে দেওয়ার হুমকি; কোথাও আবার ভগবান শ্রীরাম ও হনুমান বনাম টিপু বিতর্ক শুরু হয়েছে। সেইসঙ্গে মাইসুরুর শাসকের নাম মুখে আনলে বা তার প্রশংসা করলে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন কর্ণাটকের বিজেপি সভাপতি নলিনকুমার কাতিল। পাল্টা দিতে ছাড়েনি বিরোধীরাও। সিদ্ধারামাইয়ার অভিযোগ, তাঁকে খুন করতে উস্কানি দেওয়া হচ্ছে। তাই অবিলম্বে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কাছে দাবি জানিয়েছেন তিনি সমালোচনার ঝড় ওঠায় পরে ক্ষমাও চান ওই বিজেপি নেতা। সুর চড়িয়েছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসিও। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘টিপু সুলতানের নাম উচ্চরণ করছি। দেখি, এবার উনি আমাকে কী করেন!’