আগরতলা: সকাল থেকে কোথাও পোলিং এজেন্টদের মারধর, কোথাও ভোটারদের আটকানোর অভিযোগ। বাম-তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার ঘটনাও বাদ গেল না। সব ক্ষেত্রে আঙুল উঠল শাসকদল বিজেপির দিকে। কিছু কিছু জায়গায় অবশ্য দেখা যায় উলটপুরাণ। আক্রমণ প্রতিহত করে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এই সব বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেই বৃহস্পতিবার সম্পন্ন হল ত্রিপুরার বিধানসভা নির্বাচন। অশান্তি সত্ত্বেও বিপুল ভোট পড়েছে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে। বিকেল চারটেয় ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন বুথকেন্দ্রে লম্বা লাইন ছিল। এর মধ্যে অন্যতম ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ৫১ নম্বর বুথ। রাত পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ভোট পড়েছে ৮১ শতাংশের বেশি।





