বালি (ইন্দোনেশিয়া): মঙ্গলবার জি-২০ সম্মেলনে ইন্দোনেশিয়ার বালিতে যোগ দিয়েছেন মোদি। সেখানে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে দ্রুত বিকাশশীল দেশ ভারত। জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের উন্নতি বা বিকাশের জন্য। তাই কোনওপ্রকার নিষেধাজ্ঞায় আমাদের সায় নেই শক্তি সরবরাহের উপর । জ্বালানির বাজারে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে ভারত যথেষ্ট আশাবাদী। এদিন ওই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়েও। মোদী বলেন, ইউক্রেন সমস্যার সমাধানে কূটনৈতিক পথকে বেশি গুরুত্ব দিতে হবে। জি-২০ সম্মেলনে এবিষয়ে বক্তব্য পেশ করেন মোদী। তিনি বলেন, গোটা বিশ্বের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে, করোনা মহামারী, আবহাওয়া পরিবর্তন ও ইউক্রেন সমস্যা। কার্যত ধ্বংস করে দিয়েছে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে ।