Home State অন্যের গাড়ি চড়তেন অনুব্রত, ফেরত চাইলে গাঁজার কেস দেওয়ার হুমকির অভিযোগ

অন্যের গাড়ি চড়তেন অনুব্রত, ফেরত চাইলে গাঁজার কেস দেওয়ার হুমকির অভিযোগ

205
0

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: শুক্রবার বোলপুরে অনুব্রতর স্ত্রী ও কন্যার নামে কেনা ‘ভোলে ব্যোম’ রাইস মিলে অভিযান চালায় সিবিআই। সেখানে উদ্ধার হয় ৫টি বিলাস বহুল গাড়ি। রাইসমিলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়ি। জানা গিয়েছে, অন্যের গাড়ি চড়তেন অনুব্রত। এরকমই এক গাড়ির মালিক প্রবীর মন্ডল। তাঁর বক্তব্য শোনেন এক সাংবাদিক।ওই সাংবাদিকের সামনে গাড়ির মালিক প্রবীর মন্ডল স্বীকার করেন, তাঁর ফোর্ড এনডেভরের গাড়িটি নিয়েছিলেন অনুব্রত। তাঁকে ঠিকাদারির কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনু। কিন্তু বিনিময়ে কিছুই পাননি তিনি। টাকা চাইতে গেলেই গাঁজার কেস দেওয়ার হুমকি দিত বীরভূমের রাজা। এভাবে আরও অনেকের গাড়ি দখলে রেখেছেন বলে অভিযোগ।

Previous articleঅনুব্রতর “ভোলে ব্যোম” রাইস মিলে সিবিআই হানা
Next articleদেউচাপাঁচামিতে জমিদাতার চাকরিপ্রার্থীদের কনস্টেবল পদে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here