Home National অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়াতেই ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ করল কেন্দ্র

অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়াতেই ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ করল কেন্দ্র

191
0
Gwalior, June 16 (ANI): Army aspirants stage a demonstration against the Agnipath recruitment scheme for armed forces, in Gwalior on Thursday. (ANI Photo)

নতুন দিল্লি: গত ১৪ জুন অগ্নিপথ নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ওই প্রকল্পের মাধ্যমে দেশের সিংহ ভাগ যুব সমাজকে সেনার প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করা হয়। দেশের তিন সেনাবাহিনীতে ৪ বছরের জন্য জওয়ান নিয়োগের পরিকল্পনা করা হয়। এরফলে দেশের অনেক বেশি পরিবার যেমন আর্থিকভাবে সচ্ছল হবে, তেমনি কমবে বেকার সমস্যা। কিন্তু, সেই ঘোষণাকে কেন্দ্র করে একশ্রেণীর সুবিধাবাদী মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তাল হয় গোটা দেশ।রাজ্যে রাজ্যে ট্রেনে আগুন দেওয়া হয়।তুঘলকি তান্ডব চলে দেশ জুড়ে।কিন্তু এর নেপথ্যে করা? তদন্তে নেমে গোয়েন্দারা চিহ্নিত করেছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ। জানা যায়, এইসব গ্রূপ থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তৈরি হচ্ছে অগ্নিপথ বিরোধী বিক্ষোভ। এরফলে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ করল কেন্দ্র। পাশাপাশি অগ্নিপথ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য গঠন করা হয়েছে একটি ফ্যাক্ট চেক লাইন।

Previous articleসুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ
Next articleজনরোষের মুখে রচনার শো দিদি নম্বর ১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here