কাছাড়ে অরুণোদয় থেকে বঞ্চিত অনেকে

    142
    0

    কাছাড়: অরোণোদয় থেকে বঞ্চিত বড়খলার দুর্গাপুরের বেশ কয়েকজন মহিলা। দুর্গাপুরে রবিবার সাংবাদিক সম্মেলন করে তাঁদের বঞ্চিত হওয়ার কাহিনি তুলে ধরেন। তাঁরা বলেন, বেশ কয়েকজন সুবিধাপ্রাপক একাউন্টে অরুণোদয়ের টাকা পেত। কিন্তু ভেরিফিকেশন করার সময় অনেকের নাম কেটে দেয় ভেরিফাইয়াররা। তাঁরা স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ তোলেন। গত ২৮ ডিসেম্বর কাছাড়ের জেলাশাসককে এব্যাপারে ৩০ স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন। তাঁরা এও বলেন, স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে বসে অরুণোদয়ের ভেরিফাই করা হয়েছে। তাঁরা কাছাড়ের জেলাশাসকের কাছে দাবি জানান, শীঘ্রই তাঁদেরকে অরুণোদয় প্রকল্পের আওতায় এনে তাঁদের গ্রামে ঘরে ঘরে অরুণোদয়ের ভেরিফাই করার দাবি জানান। এদিন উপস্থিত ছিলেন মহিবুর রহমান বড়ভুইয়া, জাহানারা বেগম বড়ভুইয়া, নেখজান বিবি, আলিমা বেগম লস্কর, মইরুন নেছা, আমিরুন নেছা লস্কর, মিছিরা বেগম বড়ভুইয়া, রাবিয়া বেগম বড়ভুইয়া, মনরা বেগম বড়ভুইয়া, নাজমিন সুলতানা লস্কর, হালিমা বেগম বড়ভুইয়া।

    Previous articleকোচবিহারে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম শিশু
    Next articleতরুণ ব্যবসায়ী অপু পালের উদ্ধারের দাবিতে আমড়াঘাট বাজার বন্ধ রেখে প্রতিবাদ এলাকার মানুষ ও ব্যবসায়ীদের

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here