শিলচর, ৩১ ডিসেম্বর: শনিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক, সংবাদমাধ্যম কর্মী ও পরিবারবর্গের একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বেলা দশটায় এই স্বাস্থ্য শিবিরটি শুরু হয়। সহযোগিতায় “ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন “-এর বরাক উপত্যকা শাখা। ছিলেন মেডিসিন, স্ত্রীরোগ, শিশুরোগ, ইএনটি, চর্মরোগ, দন্তরোগ, মনোরোগ ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্লিনিক্যাল সহায়তায় এসআর মেট্রো। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অমিত কালোয়ার, ইএনটি বিশেষজ্ঞ অভিনন্দন ভট্টাচার্য, শিশুরোগ বিশেষজ্ঞ সঞ্জীব দেবনাথ, মনোরোগ বিশেষজ্ঞ সুমন বৈদ্য, চর্মরোগ বিশেষজ্ঞ কিন্নর দাস, দন্ত বিশেষজ্ঞ দীপ্তাংশু শেখর ভট্টাচার্য সহ মোট ছয় জন ডাক্তার এইদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন। এই দিন ৬০ থেকে ৭০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরের বিস্তারিত তথ্য তুলে দেন শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শংকর দে মহাশয়।







