রাজ্যে ৩২ জন আইপিএস অফিসার প্রোমোশন পেলেন

    207
    0

    কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে, প্রোমোশন হল রাজ্যের ৩২ জন আইপিএস অফিসারের। তবে একই পদে প্রোমোশন দিলেও রাজ্য সরকার আইপিএস অফিসারদের রদবদলের পথে হাঁটল না। এক সঙ্গে এতগুলি আইপিএস অফিসারকে প্রমোশন। সেদিক থেকে একই পদে রেখে প্রোমোশন কার্যত নজিরবিহীন। প্রোমোশন পেলেন ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার অনির্বাণ রায়, অশোককুমার প্রসাদ, মনোজ বর্মা, হরিকিশোর কসুমাকার, ত্রিপুরারী অথর্ব, আনন্দ কুমার, লক্ষ্মী নারায়ণ মিনা এডিজি পদে ।

    অন্যদিকে, আইজি পদে প্রোমোশন পেয়েছেন ২০০৫ ব্যাচের কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর, আইপিএস অফিসার গৌরব শর্মা, সুকেশ জৈন, সীসরাম ঝাঁঝারিয়া, অখিলেশ কুমার চর্তুবেদী, ই আনাপ্পা, নীলু শেরপা চক্রবর্তী, শুভঙ্কর সিনহা সরকার, কল্যাণ মুখোপাধ্যায়।
    পাশাপাশি, ডিআইজি পদে প্রোমোশন পেয়েছেন ২০০৯ ব্যাচের আইপিএস অফিসারদের মধ্যে এসপি কোচবিহার সুমিত কুমার, এসপি বীরভূম নগেন্দ্রনাথ ত্রিপাঠী, এসপি দার্জিলিং সন্তোষ নিম্বলকার সহ মোট ১৬ জন আইপিএস অফিসার।

    Previous articleশিলচর প্রেস ক্লাবের স্বাস্থ্য পরীক্ষা শিবির
    Next article১৪ বছর পর ঘরে ফিরছেন জলপাইগুড়ির এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here