নয়াদিল্লি: ইতিমধ্যে শিবসেনার নাম ও প্রতীক হাতছাড়া হয়েছে উদ্ধব শিবিরের। এবার মানহানির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে, তাঁর ছেলে আদিত্য এবং সাংসদ সঞ্জয় রাউতকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট। একনাথ সিন্ধে শিবির দু’হাজার কোটি টাকার বিনিময়ে শিবসেনার নাম ও প্রতীক (তির ও ধনুক) পেয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছিল উদ্ধব শিবির। ওই মন্তব্যের জেরে তিন নেতার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন সিন্ধে শিবিরের সাংসদ রাহুল রমেশ শেওয়ালে।