বড়দিনে শহরে বাইক বাহিনীর দাপট, গ্রেপ্তার ৩১৪

    182
    0

    কলকাতা: বড়দিনে শহরে বেপরোয়া বাইক বাহিনীর দাপট। যা আগের রাতে বা ক্রিসমাস ইভে পুলিসকে চিন্তায় ফেলে দেয়। একদিকে রাত বাড়ছে, আর অন্যদিকে বড়দিনের উৎসব মেতে উঠছে গতির দৌরাত্ম্য। চলল বেপরোয়া গাড়ির রাজ। মদ্যপ অবস্থায় বাড়ছে তার দাপট।

    তবে রাতভর শহরের উর্দিধারীদের সজাগ নজর। নাকা চেকিং পয়েন্টে বন্দি হলেন অনেকেই। ট্রাফিক আইনভঙ্গের জেরে ক্রিসমাস ইভে কলকাতা পুলিস মোট ৩২৩টি মামলা রুজু করল। পাশাপাশি, গ্রেপ্তার করা হয়েছে ৩১৪ জনকে। ধৃতদের বিরুদ্ধে শহরের রাস্তায় অভব্যতা ও মদ্যপ অবস্থায় পুলিসের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। প্রায় ৯০ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

    Previous articleবম্ব সাইক্লোনে বিধ্বস্ত আমেরিকা
    Next articleজমি বিবাদে বিহারে গুলিতে জখম ৫ মহিলা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here