নূপুর শর্মাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন মমতা

    218
    0

    নূপুর শর্মাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন মমতা

    নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ফের নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশের শান্তি বজায় রাখার স্বার্থে অবিলম্বে নূপুর শর্মাকে গ্রেপ্তার করা উচিত। এর আগেও একাধিকবার এই দাবি তুলেছিলেন মমতা। আজ ফের একই দাবিতে সরব হলেন তিনি। জাতীয় স্তরের একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সরব হন তিনি। সেখানে মমতা বলেন, ‘গোটা বিষয়টা আসলে বিজেপির ষড়যন্ত্র। হিংসা ছড়ানো, বিভেদ তৈরি করার মতলব। আগুন নিয়ে খেলা করা ঠিক নয়।’ জানিয়ে দেন, বিভেদের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা (রাজনৈতিক দল) হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ- সকলের জন্য।’
    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নূপুর শর্মাকে। পয়গম্বর বিতর্কে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নূপুরের মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে, দেশে আগুন জ্বলছে। এমনকী নূপুর শর্মার উসকানিমূলক মন্তব্য উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ী। ক্ষমা চাইতেও এর জন্য দেরি করেছেন তিনি। প্রকাশ্যে সকলের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। তবে এরপরও ঘুরিয়ে নূপুরের পাশে দাঁড়িয়েছে বিজেপি। আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, এটা কোনও লিখিত রায় নয়। শীর্ষ আদালত নূপুর শর্মাকে নিয়ে যা যা বলেছে, সবটাই শুধু মৌখিক পর্যবেক্ষণ।

    Previous articleপরিচালক তরুণ মজুমদার প্রয়াত
    Next articleবগটুই কাণ্ডে বিস্ফোরক আনারুল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here