বর্ধমানে গোখরো সাপের লেজ ধরে তামাশা দেখাতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধের

    159
    0

    বর্ধমান: একটি গোখরো সাপকে নিয়ে মজা করতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ওড়গ্রামে। মৃতের নাম শুকুল টুডু। তাঁর বয়স ৬১ বছর। জানা গিয়েছে, মৃত শুকুল টুডু ভাতারের ওড়গ্রামে বেয়াইয়ের বাড়িতে এসেছিলেন। সেখানে একটি বিষধর গোখরো সাপের লেজ ধরে টান দিয়েছিলেন। তাঁর তামাশা দেখতে আত্মীয়ের বাড়িতে বেয়াইয়ের পাড়াপড়শিরাও এসে ভিড় করে। সেসময় আচমকা সাপটি ঘুরে এসে তাঁকে ছোবল মারে। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন শুকুলবাবু।
    মঙ্গলবার তাঁর দেহের ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।

    জানা গিয়েছে, কাটা ধান মজুত ছিল বেয়াইয়ের খামারবাড়িতে। সেখানেই দেখা যায় বিষধর সাপটিকে। কিছুক্ষণ পর গোখরোটি ধানের গাদার মধ্যে ঢুকে যায়। কিন্তু, লেজটি বাইরে বেরিয়েছিল। কাউকে যাতে আক্রমণ করতে না পারে সেজন্য তিনি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিষধর ওই সাপটিকে। তিনি সাপের লেজ ধরে টান মারেন। এভাবে কিছুক্ষণ ধরে টানা হেঁচড়া চলতে থাকে। তারপরই ধানের গাদা থেকে বেরিয়ে আসে সাপটি। আচমকা তাঁকে ছোবল মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    Previous articleআজ সোনা-রূপার বাজার দর
    Next articleনদীয়াতে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেলেন প্রায় ১১ লক্ষ মহিলা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here