রেলের পোস্টে ধাক্কা লেগে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

    64
    0

    বারাকপুর: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শনিবার দুপুরে কাঁকিনাড়ায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতের নাম রাজকুমার সাউ। কাঁকিনাড়া হাইস্কুলের ছাত্র ছিল সে। শ্যামনগর গুড়দহ ঋষি অরবিন্দ স্কুলে তার পরীক্ষার আসন পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে সহপাঠীদের সঙ্গে ট্রেনে চেপে  ফেরার পথে থুথু ফেলার জন্য মুখ বাড়াতেই ২৮ নম্বর রেলগেটের কাছে একটি পোস্টে ধাক্কা লাগে। তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দা এবং সহপাঠীরা তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কল্যাণীর জে এন এম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎকরা রাজকুমারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের বাড়ি রেলওয়ে পাঁচ নম্বর সাইডিং এলাকায়। 

    Previous articleপুকুরে ৮ বছরের শিশুর হাত-পা বাঁধা দেহ
    Next articleআর কেন্দ্রের মুখাপেক্ষী নয়, ১০০ দিনের টাকা মেটাবেন মমতা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here