মুম্বই, ১৫ জুন: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা! বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। তবে ইতিমধ্যেই বক্সঅফিসে ঝড়। প্রায় ৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে এই মূহুর্তে। ছবির আগাম লাভ নিয়ে এখন থেকেই আশায় বুক বাঁধছে ছবির পরিচালক, প্রযোজক সহ গোটা টিম। তবে এবার ছবির প্রচারে অভিনব পথ নিল প্রযোজনা সংস্থা। টিজার এবং ট্রেলার লঞ্চ ইভেন্ট ছাড়া কোনওরকম প্রোমোশনের পথেই হাটেনি প্রযোজনা সংস্থা। এই সবের মাঝে দর্শকদের সামনে আসে আরও এক খুশির খবর। জানা গিয়েছে, প্রায় ১.৫ লক্ষ টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।
জানা গিয়েছে, সারা দেশে প্রায় ১.৫ লক্ষ টিকিট দর্শকদের মধ্যে বিতরণ করা হবে। এর পরিমাণ প্রায় ৩-৩.৫ কোটি টাকা। অনেক কর্পোরেট এই ছবির জন্য একসঙ্গে অনেক টিকিট প্রি বুক করে রেখেছে। ছবির রিলিজের আগেই ব্যবসার ঢাকে কাঠি পড়ে গেছে।
সবার প্রথম দ্য কাশ্মীর ফাইলস এবং কার্তিকেয়া ২-এর প্রযোজক অভিষেক আগরওয়াল এই ছবির ১০,০০ টিকিট বিনামূল্যে সরকারি স্কুল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ট্যুইট করে জানান তাঁর এই সিদ্ধান্ত। লেখেন, আদিপুরুষ ছবিটি সবার জন্য। ভগবান শ্রী রামের প্রতি আমার ভক্তি থেকে, আমি তেলেঙ্গানা জুড়ে সরকারি স্কুল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ১০,০০টি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টিকিট পাওয়ার জন্য আপনার বিশদ বিবরণ সহ গুগল ফর্মটি পূরণ করুন।







