Home Literature অন্ধকার মানুষ

অন্ধকার মানুষ

274
0

পুষ্পিতা চট্টোপাধ্যায়

নাই বা ভাবলেন আমার কথা
এইতো বেশ আছি!

আগুনের গন্ধ মেখে
নিজের মতো করে
অভাবের আগুনে
ধিকি ধিকি পুড়ছি!

আমার স্বপ্নের পাণ্ডুলিপি থেকে
প্রতিনিয়ত ফোঁটা ফোঁটা লাভা
গড়িয়ে পড়ছে।
বাতাসে স্বপ্নের ছাই মহাশূন্যে
উড়ে যাচ্ছে

আমার প্রেমের অক্ষরগুলো
চুপিসারে হামাগুড়ি দিয়ে
বেরিয়ে যাচ্ছে আলো আর বৃষ্টির খোঁজে
এখানে ভীষণ দহন
কোনো নদী নেই
কোনো ঢেউ নেই
কেউ নেই কিছু নেই
এখানে যৎসামান্য আলোয়
আমি একজন অন্ধকার মানুষ

আমাকে আমার মত বাঁচতে দিন
আমি আর কোনো পাড়
ভাঙ্গার শব্দ শুনতে চাই না

ফিরে যান, ফিরে যান নিজগৃহে।

Previous articleবৃদ্ধ লোকটি
Next articleরাজ্যের পঞ্চায়েত ভোটে ২০ জেলার আসন বিন্যাস ও সংরক্ষণের খসড়া প্রকাশ করল কমিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here