সুমন মল্লিক, বনগাঁ: গত ৩১ জুলাই রাতে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্রী রামপদ দাসের প্রায় এক বিঘা জমির বেগুন ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতীরা। ঘাস মারা বিষ স্প্রে করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা রামপদ বাবু। তিনি এব্যাপারে একটি FIR করেছেন গোপালনগর থানায়।” তিনি বলেন, আমি বহুদিন দেশ সেবা করেছি। এখন অবসর সময়ে রাজনীতির পাশাপাশি ফসল চাষ করি। কিন্তু এইভাবে কেউ যে জমির ফসল নষ্ট করতে পারে তা ভাবতে পারিনি”।






