Home National দেশের ১৪তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর

দেশের ১৪তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর

212
0

নতুন দিল্লি: নির্বিঘ্নে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর প্রাপ্ত ভোট ৫২৮। আর মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ১৮২টি ভোট। ফলে বিরোধী প্রার্থীকে ৩৪৬ ভোটে হারিয়ে দিলেন তিনি।
এদিন সকাল ১০টায় শুরু হয় উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া। শেষ হয় বিকেল ৫টায়। ভোটদাতা দুই কক্ষের ৭৯০ সাংসদ। যার মধ্যে লোকসভার ৫৪৫ জন সংসদ সদস্য, আর রাজ্যসভার ২৪৫ জন সাংসদ। বিধায়কদের এই নির্বাচনে অংশগ্রহণের কোনও অধিকার নেই। যদিও তৃণমূলের সাংসদরা এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি। সূত্রের খবর, তাঁদের আগে থেকেই ধারণা হয়েছিল এই ভোটে বিরোধী প্রার্থীর জেতার কোনও সম্ভাবনা নেই। সেজন্য ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকেন তাঁরা। যদিও দলের দুই সংসদ সদস্য দলীয় নির্দেশ অমান্য করে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জগদীপ ধনকর। এরপরই বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপ রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ধনকরের নাম ঘোষণা করেন। এদিকে বিরোধীরা প্রার্থী হিসেবে বর্ষীয়ান কংগ্রেস নেত্রী মার্গারেট আলভার নাম ঘোষণা করে। ঐদিনই মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। কিন্তু সেই বৈঠকে তৃণমূলের মত নেওয়া হয়নি। ফলে এই সিদ্ধান্তে বেঁকে বসে দলের শীর্ষ নেতৃত্ব। দলের সাংসদদের ভোটদান থেকে বিরত থাকার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Previous articleবনগাঁয় বিজেপির জেলা সভাপতির ফসল নষ্ট করল দুষ্কৃতীরা
Next articleপাকিস্তানের সিম থেকে হরিয়ানার বিধায়কদের হুমকি, আটক ৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here