পৃথক রাজ্যের দাবিতে কামতাপুর পিপলস পার্টি (ইউ)-র বিক্ষোভ মিছিল

    203
    0

    জলপাইগুড়ি, ৪ নভেম্বর: শুক্রবার পৃথক রাজ্যের দাবি ও কামতাপুরী ভাষায় অষ্টম তপশিলি দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করল কেপিপি (ইউ)। জানা গিয়েছে, গোটা উত্তরবঙ্গজুড়ে একই সময়ে প্রত্যেকটি জেলায় কামতাপুর পিপলস পার্টি তথা আকসু-র তরফ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। জলপাইগুড়ি রাজবাড়ী থেকে এই মিছিল শুরু হয়। এরপর গোটা জলপাইগুড়ি শহরে মিছিল করে ডিএম অফিসে সমাপ্ত হয়।
    এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক বিশ্বনাথ রায়, জেলা সম্পাদক বিন্দেশ্বর রায়, জগদীশ রায়, প্রিয়নাথ রায়, মন্টু রায়, চন্দন রায় সহ প্রত্যেক সদস্যবৃন্দ।

    Previous articleশিলিগুড়ির আশ্রমপাড়ায় মহা সমারোহে জগদ্ধাত্রীর প্রতিমা বিসর্জন
    Next articleআজ সোনা-রূপার বাজারদর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here