Home International ললিত মোদির সঙ্গে ডেটিংয়ে মিস ইউনিভার্স সুস্মিতা সেন

ললিত মোদির সঙ্গে ডেটিংয়ে মিস ইউনিভার্স সুস্মিতা সেন

269
0

নিজেস্ব সংবাদদাতা, দিল্লি: বৃহস্পতিবার ললিত মোদির ট্যুইটার হ্যান্ডেলে একটি অস্বাভাবিক ছবি পোস্ট দেখে হতবাক নেট দুনিয়া। শেষ পর্যন্ত আইপিএল কাণ্ডে দুর্নীতির অভিযোগে ফেরার ললিত মোদীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। ছবিতে দেখা যাচ্ছে, ললিত আর সুস্মিতা ঘনিষ্ঠভাবে আছেন। ক্যাপশনে সুস্মিতাকে অর্ধাঙ্গিনী বলে উল্লেখ করেন ললিত। এতেই শোরগোল পড়ে যায়। ললিত আরও লেখেন, তাঁরা এখনও বিয়ে করেনি। সবে নতুন জীবন শুরু করেছেন মাত্র। বেশকিছু ছবির সঙ্গে লোলিত মোদী ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, সুস্মিতা আমার অর্ধাঙ্গিনী। নতুন জীবনের শুরু। পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর ও মালদ্বীপ ঘুরে সবে লন্ডনে ফিরেছি। ললিত মোদীর এই পোস্টের পরই তাঁর সঙ্গে সুস্মিতার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ললিত স্পষ্ট করেন, তাঁরা বিয়ে করেননি, শুধুমাত্র ডেটিং করছেন। তবে বিয়েও করবেন একদিন।
উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটের একপ্রকার জনক ললিত মোদী। তাঁর হাত দিয়েই শুরু হয় আইপিএল। যদিও পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ ওঠে। তোলপাড় হয় গোটা দেশ। তদন্ত শুরু হতেই লন্ডনে পালিয়ে যান ললিত মোদী। এদিকে সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট পেয়েছিলেন। তিনি ১৯৯৬ সালে দস্তক চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তিনি বিবি নং ১, ডু নট ডিস্টার্ব, ম্যায় হুন না, ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া, তুমকো না ভুল পায়েঙ্গে এবং নো প্রবলেম-এর মতো ছবিতে অভিনয় করেছেন। সুস্মিতা সেন গত বছরের ডিসেম্বরে মডেল-অভিনেতা রোহমান শাল থেকে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। তিনি দুই কন্যার সিঙ্গল মাদার। তাঁর মেয়েদের নাম আলিসা ও রেনি। জানা গিয়েছে, সুস্মিতা ২০০০ সালে রেনিকে দত্তক নেন। এবং আলিসাকে দত্তক নেন ২০১০ সালে। এক মাস আগেই রেহমান শলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সুস্মিতার। যদিও সে প্রসঙ্গে তিনি বলেন, বন্ধুত্ব দিয়েই তাঁদের সম্পর্কের সূচনা হয়েছিল। বিচ্ছেদের পরও চিরকাল তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে।

Previous articleশিয়ালদহ মেট্রো প্রকল্প চালু করতে দেরি হওয়ায় মমতাকে দায়ী করলেন সুকান্ত
Next articleআজ থেকে শুরু করোনার বুস্টার ডোজ, বাড়ছে আক্রান্তের সংখ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here