নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বৃহস্পতিবার শুরু হল শিয়ালদহ মেট্রোর যাত্রী পরিষেবা। শুরুর দিনেই এই প্রকল্প চালু হতে দেরি হওয়ার জন্য ভারতের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি মেট্রো করে শিয়ালদা থেকে বিধাননগর সেক্টর পাঁচে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের জন্যই মেট্রো শিয়ালদহ পর্যন্ত পৌঁছতে ১৩ বছর লাগল। উনি রেলমন্ত্রী থাকাকালীন মেট্রোর যাবতীয় খরচ কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিয়ে এসেছিলেন। শুধুমাত্র করছাড় দেওয়া ছাড়া এই প্রকল্প রূপায়ণে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। অথচ গোরক্ষপুর মেট্রো প্রকল্প নির্মাণ হয়েছে মাত্র ২ বছরে। কারণ সেখানে ৫০ শতাংশ খরচ বহন করেছে উত্তরপ্রদেশ সরকার।’