ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো

    182
    0

    শ্রীহরিকোটা, ২৩ অক্টোবর: নির্দিষ্ট সময়ের একদিন আগেই শুরু হল ইসরো-র দেওয়ালি উৎসব। গতকাল রাত ১২টা বেজে ৭ মিনিটে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েই কার্যত এই উৎসবের সূচনা করল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। ISRO-র সবথেকে ভারী রকেট এই উপগ্রহগুলোকে নিয়ে মহাকাশে পাড়ি দেয়। সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান ডঃ এস সোমনাথ বলেন, সংস্থার জন্য দিওয়ালি একদিন আগেই শুরু হয়ে গিয়েছে। এদিকে চন্দ্রযান-৩ এর কাজও প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি।

    Previous articleবিবেকানন্দ ক্লাবের ৭৫ তম পুজোর উদ্বোধন করলেন পাওলি দাম
    Next articleআজ সোনা-রূপার বাজার দর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here