নতুন দিল্লি, ১৫ জুলাই: আজ শুক্রবার থেকে সারা ভারতে শুরু হতে চলেছে করোনার বুস্টার ডোজ। ১৮ উর্ধ প্রত্যেক নাগরিক বিনামূল্যে এই টিকা পাবেন। এরই মধ্যে দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন।ফলে বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৪৩ জন। আক্রান্তের নিরিখে দেশে যে রাজ্যগুলি প্রথম সারিতে রয়েছে সেগুলি হল, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। গত ২৪ ঘণ্টায় এই রোগে দেশে মৃত্যু হয়েছে ৩৮ জন রোগীর। এই নিয়ে দেশে এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫৫৭ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৮২ জন। ফলে এপর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৩৫৬ জন।