পড়ে গিয়ে চোট পেলেন নন্দিতা রায়

    223
    0

    কলকাতা : গুরুতর চোট পেলেন বেলাশুরু পরিচালক নন্দিতা রায়। বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে ঘটে এই বিপত্তি। ভেঙে গিয়েছে ডান হাতের কব্জি। চিড় ধরেছে তাঁর মেরুদণ্ডে। কব্জির হাঁড় জোড়া লাগানোর জন্য অপারেশন করা হয়েছে। এজন্য প্লাস্টার করা হয়েছে তাঁর ডান হাতে। এখন তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। সম্প্রতি শুটিং এর কাজে আহমেদাবাদে যাওয়ার কথা ছিল তাঁর। সহ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বেলাশুরুর স্ক্রিনিংয়ে যাওয়ার সেই প্রোগ্রাম বাতিল হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস পরেই মুক্তি পাওয়ার কথা ছিল হামি ২। সেটা নির্দিষ্ট সময়ে মুক্তি পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। চিকিৎসক সূত্রের খবর, তাঁর এই চোটের ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টলিউডের অভিনেতা, শিল্পী ও কলাকুশলীরা চাইছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

    Previous articleপথদুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়
    Next articleরথের মেলা থেকে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here