তমলুক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের ইস্কন মন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনার স্বীকার হলেন তিনি। একটি ট্রাক এসে ধাক্কা দিল শুভেন্দু অধিকারীর কনভয়ে। জানা গিয়েছে, এদিন কাঁথির বাড়ি থেকে রথযাত্রার অনুষ্টানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সে সময় ঘটে এই বিপত্তি। মারিশদার দূরমুঠের কাছে শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। পুলিশ ঘাতক গাড়িটির পিছনে ধাওয়া করলেও পালিয়ে যায় ট্রাকটি।
যদিও ঘটনার সময় শুভেন্দু অধিকারীর গাড়ি কনভয়ের মাঝখানে ছিল। সেজন্য রক্ষা পান তিনি। এদিকে এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।