রথের মেলা থেকে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

    219
    0

    আউশগ্রাম: রথের মেলা থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ঘটনা। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বিপত্তারণ পাল, সাহেব পাল ও বিল্টু দে। জানা গিয়েছে, রথ উপলক্ষে বিবাহিতা ননদকে সঙ্গে নিয়ে দিগনগর গ্রামে বাপের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই বধূ। সেখানে তিনশতাব্দী প্রাচীন রথযাত্রা দেখে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ ননদকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু, ভিড়ের মধ্যে তাঁরা পথ হারিয়ে ফেলেন। ভুল করে দিগনগর থেকে আলিগ্রামের রাস্তার দিকে কিছুটা এগিয়ে যেতেই ঘটে বিপত্তি। এদিকে তাঁর সঙ্গী ননদ পরিচিত একজনের সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা পিছিয়ে পড়েন। সেসময় একটি বাইকে আসা তিন যুবক তাঁর পথ আটকে দাঁড়ায়। তারা ওই বধূর মুখ চেপে ধরে মাঠের মধ্যে টেনে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর পালিয়ে যায় ওই তিন দুষ্কৃতী।
    উল্লেখ্য , নির্যাতিতা বধূ দুষ্কৃতীদের একজনকে চিনে ফেলেন। ফলে ঘটনার পর কেঁওতলার কাছে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে অভিযোগ করার সময় ওই যুবকের নাম বলে দেন। ঘটনাস্থলে আসেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়। এরপর গ্রেপ্তার করা হয় ওই তিন দুষ্কৃতীকে।

    Previous articleপড়ে গিয়ে চোট পেলেন নন্দিতা রায়
    Next articleস্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here