হায়দারাবাদ: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রমা রাও-এর মেয়ে উমা মাহেশ্বরীর ঝুলন্ত দেহ উদ্ধার। সোমবার হায়দরাবাদের জুবিলি হিলসে ঘটে এই ঘটনা। তাঁর বাসভবন থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। সূত্রের খবর, বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর চিকিৎসাও চলছিল গত কয়েক মাস ধরে। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধন্দ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে ভুগছিলেন তিনি। তাই আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষায় আছে পুলিশ।
পুলিশ অফিসার রাজশেখর রেড্ডি জানান, ‘প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি, অনেক দিন ধরেই অসুস্থতার জন্য অবসাদে ভুগছিলেন মাহেশ্বরী। তা থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন।’